ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম
৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী মুন্সিগঞ্জে বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলায় মেয়র আইভী চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী কার্যক্রমের সূচনা মোল্লাকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে বাড়ি-ঘর লুট ও ভাঙচুরের অভিযোগ শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন শ্রীনগরে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে জমির মালিকানা নিয়ে ধুম্রজাল পদ্মা সেতুতে ছয় মাসে আয় ৩৯৫ কোটি করোনায় চিকিৎসাহীন কেউ মারা গেলে তা ফৌজদারী অপরাধ : হাইকোর্ট আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

ফল থেকে হবে মোবাইল চার্জ!

প্রতিনিধির নাম
  • প্রকাশ : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ৯৯
খবরের কাগজ অনলাইনের সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হঠাৎ যদি মোবাইলের চার্জ নষ্ট হয়ে যায়, তবে আপনাকে পড়তে হয় বিপাকে। কারণ চার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে যায়।

তবে মোবাইলের চার্জ শেষ হলেও এখন আর চিন্তার কারণ নেই। মুহূর্তে ফল থেকে চার্জ দিতে পারবেন মোবাইল। শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি।

সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই ডিউরিয়ান ফ্রুট নামে এক ফলের বর্জ্যকে ‘সুপার ক্যাপাসিটর’ বা তড়িতের  ধারকে রূপান্তরিত করেছেন, যা থেকে সহজেই এনার্জি উৎপন্ন করা যাবে এবং তা থেকে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা প্রয়োজনীয় গ্যাজেটে চার্জ দেয়া যাবে।

জার্নাল এনার্জি স্টোরেজে এ গবেষণা দলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে গবেষক দল জানায়, ফল থেকে তারা সুপার ক্যাপাসিটরে রূপান্তর করেছেন, যা থেকে মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। শুধু ডিউরিয়ান ফলই নয়, কাঁঠালের বর্জ্য থেকেও এটি করা সম্ভব।

সুপার-ক্যাপাসিটরগুলো সহজেই শক্তি সঞ্চয় ও নির্গমন করতে পারে, যা থেকে একটি ছোট ব্যাটারি আকারের ডিভাইসের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করা যায়, যা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো ডিভাইসে চার্জ করার জন্য শক্তি সরবরাহ করতে পারে।

এই গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ভিনসেন্ট গোমস জানান, কাঁঠাল ও ডিউরিয়ান ফলকে নিয়ে তারা গবেষণা করছেন। এই ফল থেকে প্রাপ্ত বর্জ্য দিয়ে স্থায়ী কার্বন এরোজেলে রূপান্তর করা হয়। আর এই কার্বন এরোজেল থেকে ইলেকট্রোড তৈরি করা হয়।

তিনি বলেন, কার্বন এরোজেল থেকে ইলেকট্রোড তৈরি করা হয়। প্রাকৃতিকভাবে স্বাভাবিক সুপার-ক্যাপাসিটর থেকে উচ্চশক্তির এনার্জি স্টোরেজ ডিভাইস তৈরি করা প্রয়োজন।

যেখানে জ্বালানির পরিমাণ কমছে সেখানে এই পদ্ধতিতে এনার্জি বাড়ালে একটা বিকল্প পথ তৈরি করা যাবে বলেও মনে করেন অধ্যাপক ভিনসেন্ট গোমস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফল থেকে হবে মোবাইল চার্জ!

প্রকাশ : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

হঠাৎ যদি মোবাইলের চার্জ নষ্ট হয়ে যায়, তবে আপনাকে পড়তে হয় বিপাকে। কারণ চার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে যায়।

তবে মোবাইলের চার্জ শেষ হলেও এখন আর চিন্তার কারণ নেই। মুহূর্তে ফল থেকে চার্জ দিতে পারবেন মোবাইল। শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি।

সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই ডিউরিয়ান ফ্রুট নামে এক ফলের বর্জ্যকে ‘সুপার ক্যাপাসিটর’ বা তড়িতের  ধারকে রূপান্তরিত করেছেন, যা থেকে সহজেই এনার্জি উৎপন্ন করা যাবে এবং তা থেকে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা প্রয়োজনীয় গ্যাজেটে চার্জ দেয়া যাবে।

জার্নাল এনার্জি স্টোরেজে এ গবেষণা দলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে গবেষক দল জানায়, ফল থেকে তারা সুপার ক্যাপাসিটরে রূপান্তর করেছেন, যা থেকে মোবাইল ফোন চার্জ দেয়া যাবে। শুধু ডিউরিয়ান ফলই নয়, কাঁঠালের বর্জ্য থেকেও এটি করা সম্ভব।

সুপার-ক্যাপাসিটরগুলো সহজেই শক্তি সঞ্চয় ও নির্গমন করতে পারে, যা থেকে একটি ছোট ব্যাটারি আকারের ডিভাইসের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করা যায়, যা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো ডিভাইসে চার্জ করার জন্য শক্তি সরবরাহ করতে পারে।

এই গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ভিনসেন্ট গোমস জানান, কাঁঠাল ও ডিউরিয়ান ফলকে নিয়ে তারা গবেষণা করছেন। এই ফল থেকে প্রাপ্ত বর্জ্য দিয়ে স্থায়ী কার্বন এরোজেলে রূপান্তর করা হয়। আর এই কার্বন এরোজেল থেকে ইলেকট্রোড তৈরি করা হয়।

তিনি বলেন, কার্বন এরোজেল থেকে ইলেকট্রোড তৈরি করা হয়। প্রাকৃতিকভাবে স্বাভাবিক সুপার-ক্যাপাসিটর থেকে উচ্চশক্তির এনার্জি স্টোরেজ ডিভাইস তৈরি করা প্রয়োজন।

যেখানে জ্বালানির পরিমাণ কমছে সেখানে এই পদ্ধতিতে এনার্জি বাড়ালে একটা বিকল্প পথ তৈরি করা যাবে বলেও মনে করেন অধ্যাপক ভিনসেন্ট গোমস।

সূত্র: হিন্দুস্তান টাইমস