শ্রীনগরে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

- প্রকাশ : ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৯১

মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঁদাবাজির মামলায় নুরুল আমিন মোড়ল (৪৩) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সামনে থেকে শ্রীনগর থানার এসআই নবীন, মাজহারুল ও সামিউল তাকে গ্রেফতার করে।নুরুল আমিন মোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও গ্রামের জমির মোড়লের ছেলে ও ঐ ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মামলার বাদী হাবিবুর রহমান মাসুদের নির্মানাধীন মার্কেটে এসে তার কাছে বিবাদী নুরুল আমিন মোড়লসহ তার সঙ্গীয় বিবাদীরা চাঁদা দাবির বাকি ৫ লক্ষ টাকা চায়।না দেয়ায় তাকে মারধর করে।এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ বাদী হয়ে নুরুল আমিন মোড়লগংদের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালত মুন্সীগঞ্জে সিআর মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা শাখা মুন্সীগঞ্জ উক্ত মামলা তদন্ত শেষে নুরুল আমিন মোড়লসহ ১৩জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।পরে মামলায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, ইউপি সদস্যর বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।